September 14, 2024, 11:48 am

মতলব দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

আবদুল মান্নান খানঃ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে ইউনিয়নের মাসুন্ডা গ্রামের বালুর মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া (কালু)।

ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, ঢালী শুক্কুর, জাহাঙ্গীর প্রধান, আওয়ামীলীগ মনোনীত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, শেখ ফজলুল করিম সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য আমির হোসেন, উপজেলা যুবলীগ নেতা বাবুল মিয়াজী, বাদল ফরাজী, ইউনিয়ন যুবলীগ নেতা মাহফুজুর রহমান শিপন, সুফি আহম্মেদ পাটোয়ারী, আনোয়ার হোসেন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক রিমন মিয়াজী।

কর্মী সভায় বক্তারা আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম কে বিজয়ী করার জন্য ইউনিয়নের সকল যুবলীগের নেতাকর্মীর প্রতি আহ্বান রাখেন। কর্মীসভায় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা