রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারাণগঞ্জর রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার সিটি গ্রুপের সিটি অটো রাইস মিলের হাসকিং প্লানটে চেন কনভিয়ার শর্ট সার্কিট থেকে গতকাল ২০ নভেম্বর শনিবার বিকালে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে চার জন আহত হয়েছ। আগুনে আহত মিলের শ্রমিক গন্ধবপুর গ্রামের বেলায়েত হোসেন (৫৫), সিরাজুল ইসলাম (৫০), হজরত আলী (৪৫), মিলের সিকিউরিটি রানা মিয়াকে (৪১) রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ মহাপরিচালক তানহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের কর্মিরা আগুন নিয়ন্ত্রেনে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।#