September 13, 2024, 4:00 pm

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে গাইবান্ধায় গণ অনশন পালিত

গাইবান্ধা প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসাবে গতকাল শনিবার গাইবান্ধা জেলা বিএনপি’র আয়োজনে গণ অনশন কর্মসুচী দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন কর্মসুচী পালিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে গণ অনশন কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। গণ অনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, যুগ্ন সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহজালার সরকার খোকন, তাঁতী দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন পল্টন, বিএনপি নেতা আখম আসাদুজ্জামান সাজু, মোহাম্মদ আলী, আবু আলা মওদুদ, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাস রুবেল, সাদেকুল ইসলাম নান্নু, আবু নাসের টিপু, বাবুল আহমেদ, মকছুদার রহমান চৌধুরী, নুরুল আজাদ মন্ডল, খন্দকার জাহেদুন্নবী তিমু প্রমুখ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা