গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার বর্তমান মিতালী ক্লাব সংলগ্ন রবি টাওয়ারের সামনে থেকে মো. জহির মোল্লার ছেলে আব্দুর রহমান নামে ৩/৪ বছরের একি শিশু বাচ্চা হারানো গেছে।
জানা যায়, ওই শিশু বাচ্চাটি শনিবার (২০ নভেম্বর) সকাল ৮.২০ ঘটিকার সময় তাদের ভাড়াটিয়া বাড়ির সামনে খেলাধুলা করতে বের হয়, কিছুক্ষণ পরে ওই স্থানে খোঁজাখুঁজি করার পর না পেয়ে আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে দেখে কোথাও পাওয়া যায়নি।
আব্দুর রহমানের বাবা মো. জহির মোল্লা বলেন, তাৎক্ষণিক আমার ছেলেকে আত্মীয়-স্বজনদের বাসায় আশে পাশে এলাকায় খুঁজা খুঁজি করি পাওয়া যায় নাই আমাদের অত্র এলাকায় খোঁজাখুঁজি করার পরে না পেয়ে মাইকে ও মসজিদের মাইক দিয়ে অ্যালাউন্স করা হয়। পরে কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, যাহার নাম্বার ৭৬৪।
আব্দুর রহমানের উচ্চতা আনুমানিক ২ ফিট ৬ ইঞ্চি গায়ের রং ফর্সা স্বাস্থ্য মোটামুটি মুখ মন্ডল গোলাকার পরনে ট্রাউজার ও জিন্স কোট ছিল। যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ০১৭৭১৪২০৯০০।