September 20, 2024, 11:00 pm

শার্শায় ৩শত বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে শার্শা থানার ওসি বদরুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন ধাণ্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. রিপন মোড়ল (৩২) ও পান্তাপাড়া গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩২)।

শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান জানান গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন লক্ষণপুর টু আন্দোলপোতা গামী এলাকা থেকে ৩শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা