প্রেস বিজ্ঞপ্তি :১৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক ১০:০০ ঘটিকা হতে ২০:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ফাহিম ক্যাবলসকে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, এমএস আলম ষ্টোরকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মৃধা ফুড ইন্ডাস্ট্রিকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও হাবিবা এন্টারপ্রাইজকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট= ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের প্রায় ১৩৯৩ কেজি বৈদ্যুতিক তার এর পাশাপাশি ভেজাল খাদ্য জব্দ ও ধ্বংশ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য ও অনুমোদনহীন বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।