স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির আওতাধীন মেদিনীপুর বিওপির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মেদিনীপুর গ্রাম থেকে ১৬১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাংগার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মাঠ থেকে মাদক চোরাকারবারী মেদেনীপুর গ্রামের জহুরুল হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬) ও একই গ্রামের ওয়াজনবী মল্লিকের ছেলে মনিরুজ্জামান রিপন (৪৩) কে আটক করা হয়। তাদের কাছ থেওেক জব্দ করা ১৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল। বৃহস্পতিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।