September 19, 2024, 8:43 am

কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৮ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছাড়াছড়ি। বিদ্রোহী প্রার্থী বেশি হওয়ার কারণে ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে দুটিতে প্রার্থী রদবদল করেছে আওয়ামী লীগ। তার পরেও কেউ কারো কথা মানতে একেবারে নারাজ। বহিষ্কারাদেশ মাথায় রেখে বিদ্রোহী প্রার্থীরা কমর বেঁধে নেমে পড়েছেন। এর মধ্যে ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকি ৮টি ইউনিয়নে ২৯ জন চেয়ারম্যান পদে চলছে তুমুল বেগে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনে জামাল ইউনিয়নে নৌকার প্রার্থী হয়েছেন মোদাচ্ছের হোসেন, বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নেমেছেন সলেমান বিশ্বাস, মসলেম উদ্দিন ও সেলিম রেজা। ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরিফুল ইসলাম। কোলা ইউনিয়নে নৌকার মাঝি (নতুন মুখ) মোনোয়ার হোসেন বাদশা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আইয়ুব হোসেন মোল্লা ও আলাউদ্দিন আল আজাদ। ইসলামী আন্দোলনের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন হাতপাখা মার্কা নিয়ে বাবলুর রহমান। নিয়ামতপুর ইউপিতে নৌকা প্রার্থী হয়েছেন রাজু আহম্মেদ রনি লস্কর। বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন মাহবুবুর রহমান মিলন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। জাতীয় পার্টি থেকে হারুন অর রশিদ ও ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা নিয়ে লিয়াকত আলী। সিমলা-রোকনপুর নৌকার প্রার্থী নাসির উদ্দীন, বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছেন রহমত আলী মালিথা। ত্রিলোচনপুর ইউপিতে নৌকার প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম ছানা, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতু (তৃতীয় লিঙ্গ) ও ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা মাহবুব রহমান নির্বাচনী মাঠে নেমেছেন। মালিয়াট ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন (নতুন মুখ) জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আজিজুল খাঁ ও স্বতন্ত্র হিসেবে শাহিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাষ্টভাঙ্গা ইউনিয়নের নৌকার প্রার্থী হয়েছেন আয়ুব হোসেন খান, আওয়ামী লীগের বিদ্রোহী হয়েছেন আবু জাফর, তরিকুল শমসের সাবু ও ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা বিল্লাল হোসেন। রাখালগাছী ইউনিয়নে নৌকা মহিদুল ইসলাম মন্টু, বিদ্রোহী ইজ্জত আলী, ইসলামী আন্দোলন হাতপাখা মার্কা নিয়ে আনোয়ার হোসেন। এসবের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুন্দরপুর দুর্গাপুরে ওহিদুল ইসলাম ওদু, বারবাজারে আবুল কালাম আজাদ ও রায়গ্রাম ইউনিয়নে নৌকা মনোনীত আলী হোসোন অপুসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ ও পুরুষ সদস্য পদে ৩১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা