September 13, 2024, 4:06 pm

মতলবের জোড়পুলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃমতলব দক্ষিণ উপজেলার জোড়পুল বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের আউটলেট (এজেন্ট ব্যাংক) শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে এ এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়।

জোড়পুল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আলী বকাউলের সভাপতিত্বে এবং ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং চাঁদপুর জেলার সিনিয়র সেলস্ ম্যানেজার তরিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং চাঁদপুরের এড়িয়ে ম্যানেজার আরিফুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শরীফুল্লাহ পাটোয়ারী জিলন, নারায়ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মতলব উপজেলার মাস্টার এজেন্ট জিয়াউল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোড়পুল এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মো. আলাউদ্দিন আকাশ।

পরে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল প্রধান, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা কামাল সরকার, জোড়পুল আইডিয়াল স্কুলের শিক্ষক ফরিদুজ্জামান পাটোয়ারি, দিদারুল ইসলাম পাটোয়ারী, পরিচালক ডাঃ ফারুকসহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা