September 19, 2024, 8:51 am

কৃষিজমি, খেজুর গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় করণীয় সংলাপ সভা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলার কৃষি জমি ও খেজুর গাছ সংরক্ষণসহ এলাকার পরিবেশ, প্রতিবেশ ব্যবস্থা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে করণীয় সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌর শহরের সমাধান এনজিও’র সভাকক্ষে স্থানীয় প্রশাসন, পুলিশ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কৃষক, গ্রাম্য ডাক্তার, ব্যবসায়ী, ভাটা মালিক সমিতি ও সুধী সমাজের নেতৃবৃন্দদের সাথে ওই সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে সংলাপ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

উক্ত অনুষ্ঠানে পানি গবেষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, ভাটা মালিক সমিতির সভাপতি আরমান গাজী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ (বড়ভাই), ওয়ার্ড এনজি’র পরিচালক সৈয়দ আকমল আলী, সমাধানের পরিচালক রেজাউল করিম, সাংবাদিক দিলিপ মোদক, কৃষক আব্দুস সাত্তার, আনার আলী, প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা