বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যশোরের শার্শায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে কামারবাড়ী মোড়ে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শার সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির,
বিএনপি’র নেতা আব্দুর রউফ মন্টু, ইসমাইল হোসেন শান্তি, আব্দুল ওয়াহেদ, নজরুল ইসলাম. সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসুস্থ বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।