September 14, 2024, 12:00 pm

কুয়েট শিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী সুব্রত কুমার যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে দিকে খানজাহান আলী থানার মাত্তমডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের পুত্র এবং কুয়েট এর আর্কিটেক্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা