শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার ও ২টি টিভিএস আরটিআর ১৬০ সিসি চোরাই মটরসাইকেল উদ্ধার করেছে যশোর জেলার ডিবি পুলিশ।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এঁর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ধারাবাহিক মটরসাইকেল চোরচক্র গ্রেফতার ও চোরাই মটরসাইকেল উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর (শনিবার) রাতে জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ টিম চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি টিভিএস আরটিআর ১৬০ সিসি চোরাই মটরসাইকেলসহ ১জনকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর (রবিবার) ভোরে অভয়নগর থানার বিভিন্ন এলাকায় এবং কোতয়ালী থানার বসুন্ধিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মটরসাইকেল চোর চক্রের আরো ৫ সদস্যকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে আরো ১টি টিভিএস আরটিআর ১৬০ সিসি চোরাই মটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হন। চোরাই মটরসাইকেল উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৪০।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, অভয়নগর থানার লক্ষীপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ ইশারত সরদারের ছেলে আরিফুল ইসলাম (২২), একই গ্রামের কাওসার শেখের ছেলে হেলাল শেখ (২২), ধোপাদী গ্রামের হাসান গাজীর ছেলে শিমুল গাজী (২১), শংকরপুর গ্রামের হাকিম গাজীর ছেলে শিমুল গাজী (৩৪), পাঁচকবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন মোল্লা (২৫) ও কোতয়ালী থানার জঙ্গলবাধাল গ্রামের মৃত আঃ ওহাবের ছেলে হাসান আকন (২৩)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।