September 14, 2024, 11:54 am

গজারিয়ায় মরহুম মমতাজ বেগম এমপির মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে আলহাজ্ব মরহুম মমতাজ বেগম এমপির প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়। ইসমানির চর উচ্চ বিদ্যালয়েরপক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে সকলকে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মাজহারুল হক তপন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোঃ হাফিজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান নেকী খোকন, প্রকৌশল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ইসমানির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুল হক, গজারিয়া থানা অফিসার ইঞ্চার্জ মোঃ রইছ উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠু, হোসেন্দী চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তার হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা