September 11, 2024, 8:06 pm

কেশবপুর থানা পুলিশের হাতে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জন গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা): কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত এক আসামীসহ ১১ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, এঁর সুর্নিদিষ্ট দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল আশেক সুজা মামুন এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের তত্ত্বাবধানে শুক্রবার রাতে উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু, আবু বাক্কার, লিখন সরকার, মিজানুর রহমান, তাপস কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফিরোজ হোসেন, মনিরুজ্জামান, মুক্তার হোসেন, সমরেশ, তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার হাবাসপোল গ্রামের মৃত মান্দার সরদারের দুই ছেলে সুলতান সরদার (৩৫), জাকির হোসেন (৪৫), একই গ্রামের ইকবাল সরদারের ছেলে রাজু সরদার (২৫), জাকির হোসেনের ছেলে শরীফের ইসলাম (২৬), পাথরঘাটা গ্রামের বিমল ঘোষের ছেলে সাজাপ্রাপ্ত আসামী সুমন কুমার ঘোষ (৪৬), মেহেরপুর গ্রামের মৃত ফকির ঢালীর ছেলে মোসলেম ঢালী (৬৫), মোসলেম ঢালীর স্ত্রী আলেয়া বেগম (৫৫), পরচক্রা গ্রামের জোনাব আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), বায়সা গ্রামের আঃ রউফ দফাদারের ছেলে সাবেক মেম্বার মাসুদুর রহমান (৩৮), বড়েঙ্গা গ্রামের শেখ মিজানুর রহমানের স্ত্রী মুক্তি পারভীন (৩৪) ও রামচন্দ্রপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে শাওন হোসেনকে (২৮)গ্রেফতার করে পরবর্তীতে শাওন হোসনের পরিবার বিজ্ঞ আদালতের রিকল থানায় জমা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত এক আসামী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শাওন হোসনের পরিবার বিজ্ঞ আদালতের রিকল থানায় জমা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে বাকি গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা