কাঁপুর হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ গাড়ি আটক বুধবার (১০ নভেম্বর) ঢাকাগামী একটি পিকআপ আটক করে৷ এ সময় পিক-আপের ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়৷পরে পুলিশ গাড়ি তল্লাশি করে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়৷
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এস আই বিল্লাল হোসেনসহ একদল পুলিশ মহাসড়কের ত্রিপর্দী এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্টো-১৫-৫২৭৯) থেকে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ সাজ্জাদ করিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপে করে ফেন্সিডিলের চালান আসছে৷ ওই সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় ওসি সাজ্জাদ করিম খানের নেতৃত্বে কাচপুর হাইওয়ে পুলিশ মাদক বহনকারী পিকাআপটি থামানোর জন্য সংকেত দিলে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ ফেলে পালিয়ে যায়৷
এ সময় পুলিশ পিকাআপটি তল্লাশি চালিয়ে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে ৷ এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷