প্রেস বিজ্ঞপ্তিঃ ০৮ নভেম্বর সোমবার আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ২০:০০ ঘটিকা পর্যন্ত র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম এবং র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় ভ্রাম্যমান আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচ অবৈধ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করায় রাজিব ইলেক্ট্রনিক্সকে নগদ ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা, রাজু ক্যাবলসকে নগদ ৩,০০,০০০/-(তিন লক্ষ)টাকা, টি আর বি ক্যাবলসকে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও ইমরান ইলেক্ট্রনিক্সকে নগদ ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা করে ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট নগদ- ৯,০০,০০০/-(নয় লক্ষ) টাকা জরিমানা করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে ৬০০ কয়েল তার ও অন্যান্য অবৈধ বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়।
বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচ অবৈধ উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।