আসছে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মিজানুর রহমান মিজান। তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক। কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় স্থানে রয়েছে তার সাহায্যর হাত।
তিনি মহামারী করোনাকালীন সময়েও ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন। মিজানুর রহমান মিজান বলেন, আমি চেয়ারম্যান নিবার্চিত হলে প্রতিটি ওয়ার্ডে পানির পাম্প স্থাপন,প্রসূতি মায়েদের সুচিকিৎসা,বেকারদের কর্মসংস্থান,বাল্যবিবাহ প্রতিরোধ, বিধবা ভাতা,বয়সক ভাতা,সঠিক ভাবে বিতরন করা সহ জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। সব মিলিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন উপহার দিতে চাই কায়েতপাড়া ইউনিয়ন বাসিকে। রাজনীতি করি মানুষের সেবা করার জন্য জনগনের মাল লুটপাট করার জন্য নয় আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আর বড় কথা হলো “মানব সেবাই পরম ধর্ম”।
মিজানুর রহমান বলেন, নির্বাচিত হলে জনগণের আকাংক্ষা পূরণ এবং পরিষদকে জনমুখী করে তুলব। শিক্ষা ও সংস্কৃতির জন্য পরিকল্পিত প্ল্যাটফর্ম গঠন করে মানবিক ইউনিয়নে রূপান্তরিত করা হবে কায়েতপাড়া ইউনিয়ন কে।
আওয়ামীলীগের চিন্তা-চেতনা থেকে রাজনীতিতে করি, ছোটকাল থেকেই আমার পরিবারের কাছ থেকে পাওয়া মানুষের জন্য কাজ করার শিক্ষা নিয়েই রাজনীতিতে আসছি।
সে মানসিকতা থেকেই রাজনীতি করে যাচ্ছি। নিবার্চন সুষ্ঠ হলে জনগন আমাকে ভোট দিবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি জয়ী হলে কায়েত পাড়া ইউনিয়নকে নিয়ে যেতে চাই আধুনিকতার উচ্চ শিখরে।
তিনি আরো বলেন অতীতে গরীব দুঃখী মানুষের পাশে ছিলাম তাই এবারের নির্বাচনে মানুষ আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে আমি আশাবাদি ইনশাআল্লাহ ।
কায়েত পাড়া ইউনিয়নের জনগণের প্রতি মিজানুর রহমান মিজান বলেন আগামী ১১ নভেম্বর নিবার্চনে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নিবার্চিত করে জনগণের সেবা করার সুযোগ দিবে।