প্রেস রিলিজ ঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক গত ০৫ নভেম্বর ২০২১ তারিখ সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকা হতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ সুমন (৩৪), পিতা- মৃত শাহাবুদ্দিন, সাং- চনপাড়া ৯নং গলি, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ চাঁন মিয়া @ কামাল (৩৫), পিতা- মোঃ মজনু, সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রফতার করা হয়।
একই তারিখ সকালে পৃথক অপর একটি অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন নাওড়া এলাকা হতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৩। মোঃ মোজাহারুল (৩২), পিতা শাহাবুদ্দিন সাং- নাওড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং দঃ বিঃ আইনে রুজুকৃত মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ৪। মোঃ আমির হোসেন @ আমির (৫২), পিতা- মৃত ইয়াছিন, সাং- নাওড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা তাদের বিরুদ্ধে রুজুকৃত মামলায় গ্রেফতার এড়াতে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদেরকে সনাক্ত করতে সক্ষম হয় এবং গত ০৫ নভেম্বর ২০২১ তারিখ সকালে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া ও নাওড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।