September 11, 2024, 7:03 pm

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি ২ নারী নিখোঁজ ১ নারীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর চনপাড়া-নোয়াপাড়া খেয়াঘাটে নদী পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবিতে দুই নারী নিখোঁজ হয়েছে। বুধবার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারীরা হলেন- চনপাড়া ৩নং ওয়ার্ডের তারা মিয়ার স্ত্রী জাবেদা বেগম (৪০) ও ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার মেয়ে ফাতেমা আক্তার সৃষ্টি (১৭)। তারা গার্মেন্ট শ্রমিক বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহটি তারাবো খেয়াঘাট এলাকায় ভেসে উঠলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস জানান, বুধবার রাত ৯ টায় শীতলক্ষ্যা নদীতে ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি চনপাড়া খেয়াঘাট থেকে নোয়াপাড়া যাচ্ছিল। এসময় নদীর মাঝখানে যাওয়ার পর বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। ১৮ যাত্রী সাঁতার কেটে তীরে উঠলেও দুই নারী সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। দুই নারী মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো নিখোঁজ জাবেদা বেগমকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা।
পুলিশ আরো জানায়, নৌকাটিকে ধাক্কা দেওয়া বাল্কহেড আটক করা হয়েছে তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুরো নদীতেই তল¬াশি চালাচ্ছে। তারাব ঘাটের সামনে থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জাবেদা বেগমকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা