আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। বিভিন্ন ,সাংস্কৃতিক, ধর্মীয় উৎসবে যোগ দিয়ে নিজের উপস্হিতি জানান দিচ্ছেন। চায়ের স্টলে চলছে আলোচনা-সমালোচনা। কে পাচ্ছে ট্রাম কার্ড? এ নিয়ে চলছে কথা বলাবলি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডে কে হবে এই ওয়ার্ডের কাউন্সিলর তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের জনগনের সেবক হতে চান আবু বকর সিদ্দিক আবুল। তিনি নারায়ণগঞ্জ ২নং ওয়ার্ডের স্কুল- রাস্তা-ঘাট, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় স্থানে রয়েছে তার সাহায্যর হাত। আবুল হোসেন বলেন, আমি জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। রাজনীতি করি মানুষের সেবা করার জন্য জনগনের মাল লুটপাট করার জন্য নয় , বড় কথা হলো “মানব সেবাই পরম ধর্ম”।
এলাকাবাসীসূত্রে জানা যায়, আবুল ছোট বেলা থেকেই ভালো কাজের পাশে ছিলেন। তার মতো লোক কাউন্সিলর হলে এলাকার সকল স্তরের জনগণের জন্য সুবিধা হবে।
আবুল বলেন, নিবার্চন সুষ্ঠ হলে জনগন আমাকে ভোট দিবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি জয়ী হলে আমার ওয়ার্ডকে নিয়ে যেতে চাই আধুনিকতার উচ্চ শিখরে। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে কাজ করে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সবসময় জনকল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, মানুষ কর্মগুনেই তার নামকে স্বরনীয় করে রাখে আমি ও নিজ কর্মগুনে জনগণের মাঝে নিজেকে স্বরনীয় করে রাখতে চাই। আবু বকর সিদ্দিক বলেন আমি নির্বাচিত হলে এলাকার মাদক, কিশোর গ্যাং,ইভটিজিং, ভূমি দস্যুতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।