আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদ পার্থী আব্দুল হাই তার নিজ বাড়িতে নিবার্চনি উঠান বৈঠক করেন এসময় তার সমর্থকরা দলে দলে হাই ভাইয়ের মার্কা বৈদ্যতিক পাখা ছোলোগান দিয়ে উঠান বৈঠক টি জন সমাবেশে পরিনত করে তোলেন।
এসময় বক্তারা বলেন ১১তারিখ সারা দিন বৈদ্যতিক মার্কায় ভোট দিয়ে আব্দুল হাই কে পুনরায় মেম্বার নির্বাচিত করার ঘোষণা দেন। বক্তারা আরো বলেন এই প্রথম কায়েতপাড়া ইউপি নির্বাচনে ই ভি এম এর মাধ্যমে ভোট গ্রহন হবে।
কি ভাবে সঠিক প্রক্রিয়ায় ভোট দিবে সেই বিষয়ে ভোটারদের সাথে আলোচনা করা হয়। ১,১১ ২১ ইং সোমবার সন্ধা ৬ থেকে শুরু করে রাত ৯ টায় শেষ হয় উঠান বৈঠক টি, এসময় আব্দুল হাই বলেন আমি বিগত দিনে মেম্বার থাকা অবস্থায় যদি আপনাদের সেবা করে থাকি তা হলে আপনারা আমাকে আমার আগের মার্কা বৈদ্যতিক পাখায় ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
পাশাপাশি কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের আনারস মার্কায় ভোট ও দোয়া চেয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন আব্দুল হাই বলেন মিজান ভাই কে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দুজনে মিলে ৬নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে পারবো।