September 11, 2024, 10:55 pm

৩১৭টি অবৈধ ওয়াকি-টকি ওয়্যারলেস সেট সহ ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রেস বিজ্ঞপ্তিতি :গত ৩০-১০-২০২১ তারিখ হতে ৩১-১০-২০২১ তারিখ আনুমানিক ভোর রাত ০৩:০০টা পর্যন্ত র‌্যাব-১০ বিটিআরসি’র সহযোগিতায় সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় ওয়াকি-টকি সেটের অবৈধ আমদানি, মজুত, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা, ইত্যাদি প্রতিহত করার লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অবৈধ ৩১৭ টি বিভিন্ন প্রকার ওয়াকি-টকি সেট, ১১৬ টি মোবাইল ও ৫,২৪৪ টি বিভিন্ন প্রকার একসেসরিস জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। বর্ণিত অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল সমূহ থেকে মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মেহেদী হাসান (২৭), ২। মোঃ সাদিক হাসান (২৬), ৩। মোঃ ফয়সাল (২৩), ৪। তালিবুর রহমান (২৪) ও ৫। মোঃ ফারুক হাসান (৫৯) বলে জানা যায়। যার মধ্যে আসামী মেহেদী হাসান (২৭) নিকট হতে ২২৪টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট, আসামী মোঃ ফারুক হাসান এর নিকট হতে ৩০টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট এবং পলাতক আসামী গোলাম মোহাম্মদ ফেরদৌস এর বাসা থেকে ৬৩টি ওয়াকি-টকি ওয়্যারলেস সেট ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

আসামীগণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) মোতাবেক ওয়াকি-টকি ব্যবহারের জন্য কোন প্রকার লাইসেন্স বা তরঙ্গ গ্রহণ করেনি। এছাড়াও একই আইনের ৫৭(৩) ধারা মোতাবেক ওয়াকি-টকি আমদানি করার পূর্বে বিটিআরসি হতে অনাপত্তি গ্রহণের বিধান থাকলেও আসামীগণ তা ভংগ করে অবৈধভাবে উক্ত ওয়াকি-টকিসমূহ আমদানি করেছে এবং প্রদর্শনপূর্বক বিক্রয় করেছেন। এক্ষেত্রে আসামীগণ চট্টগ্রামের কতিপয় ব্যক্তির মাধ্যমে বিদেশ হতে দীর্ঘ এক বছর যাবৎ লাইসেন্স ব্যতীত ওয়াকি-টকি সেট ও সরঞ্জমাদি অবৈধ পথে ক্রয়পূর্বক সংগ্রহ করে আসছিল।

আসামীগণ হতে প্রাপ্ত তথ্য মোতাবেক এ যাবৎকাল তারা আনুমানিক ১১৫০ টি ওয়াকি-টকি সেট অবৈধ পন্থায় ক্রয় বিক্রয় ও ইজারা প্রদান করেছে। এক্ষেত্রে ওয়াকি-টকি সেট ও প্রয়োজনীয় তরঙ্গ ব্যবহারের লাইসেন্স প্রদানের মাধ্যমে সরকার যে মূল্যবান রাজস্ব আহরণ করত তা থেকে সরকার বঞ্চিত হয়েছে। মূলতঃ সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে আসামীগণ অবৈধ উপায়ে/ পথে জব্দকৃত ওয়াকি-টকি সেট ও সরঞ্জমাদি আমদানি করেছে।
বিটিআরসি হতে জারীকৃত নির্দেশনা মোতাবেক সরকারি প্রতিষ্ঠান ব্যতিত অন্য কোন প্রতিষ্ঠান/ ব্যক্তি কর্তৃক কালো রঙের ওয়াকি-টকি সেট ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে আসামীগণ দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে সাধারন মানুষের নিকট কালো রঙের ওয়াকি-টকি সেট বিক্রয় করেছে যা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। উল্লেখ্য যে, এই ধরণের অবৈধ ওয়াকি-টকি সেট ব্যবহার করে অপরাধী চক্র ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দস্যুতা, চাঁদাবাজি, প্রতারণাসহ বহুবিধ অপরাধ করে থাকে।

আসামীগণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ধারা ৫৫(৭) ও ৫৭(৩) ধারা বিধান ভংগ করে অবৈধ পন্থায় ওয়াকি-টকি সেট ও সরঞ্জমাদি আমদানি, বিক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন, ইজারা প্রদান করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা