নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা হতে ১৫ই জুলাই ২০২১ তারিখে পচারবাগ সাকিনস্হ আকিজ ট্রাক স্ট্যান্ড এর অপর পাশে খালের মধ্যে তোষক দিয়ে মোড়ানো অজ্ঞাত মহিলার গলিত লাশ পাওয়া যায়। এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে, পরবর্তীতে পুলিশ অজ্ঞাত লাশ শনাক্ত করে। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ভিকটিমের স্বামী মোঃ রুহুল আমিন ওরফে রবিন (১৬৪) দারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে যে সে তার নিজ স্ত্রী মিতু আক্তার (২৮) কে হত্যা করে এবং মোহাম্মদ সেন্টু শেখ (৪০) এর সহায়তায় লাশ গুম করে। চাঞ্চল্যকর এ ঘটনা জাতীয় ও স্হানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়। পরবর্তীতে র্যাব ১১ সিপিসি এক পলাতক আসামি মোঃ সেন্টু শেখ কে গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ অক্টোবর ২০২১ তারিখে র্যাব ১১ এর চেীকসদল উক্ত লোমহর্ষক হত্যাকাণ্ডের সাথে জরিত সহযোগী আসামি সেন্টু শেখ (৪০)কে হাজী ব্রাদার্স রোড জামতলা থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ হতে গ্রেপ্তার হয়। প্রাথমিক অনুসন্ধান এ জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সেন্টু শেখ র্যাব কে জানায় যে ভিকটিম মিতু আক্তার (২৮)এর লাশ গুম করার কাজে সে ভিকটিমের হত্যাকারী রুহুল আমিন ওরফে রবিন কে সহায়তা করে। এবং সে লাশ তোষকে পেচিয়ে বন্দর থানার পঁচার বাগ এলাকায় একটি খালে ফেলে আসে। গ্রেফতারকৃত আসামি কে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।