September 8, 2024, 1:48 pm

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, কেক কাটা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ। এবারে এ দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’। এসব কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শুরুতে পুলিশ সুপার কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ সুপার কার্যালয় চত্বরে কেক কাটার পর আলোচনা সভায় জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক এম. আবদুস সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব প্রতাপ ঘোষ প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়া ভালো কাজ করার জন্য সাদুল্যাপুর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দু’জনকে পুরস্কৃত করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা