নিজস্ব প্রতিবেদক:-মতল উত্তর উপজেলার গজরা ইউনিয়নর ১ নং ওয়ার্ডে মনোনয়ন প্রত্র দাখিল করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মন্নান সর্দার ।
৩০ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা উপজেলা নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা মোঃ রিপনের নিকট মনোনয়ন প্রত্র জমা দেন।
এ বিষয়ে গজরা ইউপির ১ নং ওয়ার্ডের প্রবীন আওয়ামীলীগ নেতা ও মেম্বার প্রার্থী আঃ মন্নান সর্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের উন্নয়ন মানুষের সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় বিগতদিন ছিলাম, আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে গজরা ইউপির ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী। বিগত দিন থেকে সুখে দুঃখে ওয়ার্ডবাসীর সাথে আছি। এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের সকল উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো এবং সাধারণ মানুষের পাশে থাকবো