কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিদ্ধিরগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় আদমজী নারায়ণগঞ্জের সড়কে এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয় ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার-এর সভাপতিত্বে ও (সাব ইন্সপেক্টর) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক মোঃ তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, নাসিক সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু,আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য খন্দকার মানিক মাষ্টার,সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক প্রমুখ।