September 14, 2024, 10:45 am

হোমনা উপজেলার দুলালপুর ইউপি’তে আবারও নৌকার মাঝি হলেন জসিম সওদাগর

আসন্ন ইউপি নির্বাচনে তৃতীয় ধাপে কুমিল্লার হোমনায় ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে । সোমবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার মনোনয়ন বোর্ড চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন ঘোষনা করেন।

এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হোমনা উপজেলার ৩ নং দুলালপুর ইউনিয়নে তৃতীয়বার আবারো নৌকার মাঝি হয়েছেন বর্তমান চেয়ারম্যান জসিম সওদাগর। তিনি পুনরায় মনোনয়ন পাওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় হাট বাজারে চলছে আনন্দ মিছিল ও উল্লাস।

দুলালপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও ইউনিয়নে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকায় বর্তমান চেয়ারম্যান, করোনাযোদ্ধা জসিম সওদাগর তৃতীয় বারের মত দলীয় মনোনয়ন পেলেন।

জানা গেছে, উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম সাবেক চেয়ারম্যান মরহুম সলীম সওদাগর। তিলে তিলে সংগ্রাম করে বেড়ে উঠা এই মানুষটি অসহায় ব্যক্তিদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন।

চেয়ারম্যান জসিম সওদাগর দলীয় মনোনয়ন পাওয়ায় খুশি এলাকার জনসাধারণ। দুলালপুর ইউনিয়নের বাসিন্দা ও বাজার সেক্রেটারি মোঃকাসেম মিয়া বলেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের থেকে বর্তমান চেয়ারম্যান জসিম সওদাগরের আমলে সর্বোচ্চ উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে ও মাদক নির্মূলে সবচেয়ে কার্যকরি ভূমিকা পালন করেন তিনি।

করোনাকালে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মাঠে সক্রিয় ছিলেন সব সময়। সরকারি সকল প্রদক্ষেপ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে তিনি মনোনয়ন পাওয়ায় আমরা সাধারণ জনগন অনেক খুশী হয়েছি।

জসিম সওদাগর বলেন, সর্ব প্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমার প্রান প্রিয় অভিবাবক, হোমনা ও তিতাসের উন্নয়নের রুপকার আমাদের নয়নের মণি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী ) আপার প্রতি। তিনি বিগত দিনে আমার উন্নয়ন মূলক কর্মকান্ডকে মূল্যায়ন করে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন।

ইউনিয়নের সর্বস্তরের জনগন কর্মী-সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার প্রিয় নেত্রী সেলিমা আহমেদ (মেরী) আপার নির্দেশে ইউনিয়নে যে কাজ গুলো বাকি সেগুলো সমাপ্ত করে ৩নং দুলালপুর ইউনিয়নকে বাংলাদেশের বুকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। অভাব, দরিদ্রতা, মাদক, অপসংস্কৃতি এসব অন্ধকার দূর করব। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন এ সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিব।

এদিকে দলীয় সূত্রে জানাযায়,হোমনায় ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেলেন যারা- ১নং মাথাভাঙ্গা ইউনিয়নে নাজিরুল হক ভূইয়া, ২নং ঘাগুটিয়া ইউনিয়ন ইকবাল হোসেন রনি, ৩নং দুলালপুর ইউনিয়ন জসীম উদ্দিন সওদাগর, ৪নং চান্দেরচর ইউনিয়ন মোজাম্মেল হক,৫ নং আসাদপুর ইউনিয়ন মো.ছিদ্দিকুর রহমান, ৬নং নিলখী ইউনিয়ন খন্দকার জালাল উদ্দিন, ৭ নং ভাষানিয়া ইউনিয়ন আবদুল আউয়াল, ৮নং ঘারমোড়া ইউনিয়ন একেএম মনিরুজ্জামান ও ৯ নং জয়পুর ইউনিয়নে মো. তাইজুল ইসলাম ।

তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর ও ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা