মতলব প্রতিনিধঃ মতলব পৌরসভার নলুয়ার হাকিম মিয়াজির তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন পূরনের দ্বারে এসে থমকে গেল সহোদর ভাইদের ছলচাতুরী ও প্রতারনার কারনে।
ভুক্তভোগী বোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃত আঃ খালেক মিয়াজির বড় ছেলে আঃ হাকিম বলেন, কর্ম জীবনে আমি একজন ফার্নিসারের কারিগর। সেই কাজ করতে কারাানায় প্রয়োজন হয় নানারকম যন্ত্রপাতির। আর সেগুলো থ্কে ছড়ানো ছিটানো। আমি সেই ছড়ানো ছিটানো যন্তরগুলোকে একটি বডিতে রুপান্তরিত করতে ড্রইং এবং প্রয়োজনিয় খুচরা যন্ত্রাংশ খরিদ করি। আমি বাড়িতে থাকতাম না তাই খরিদ করা যন্ত্রাংশগুলো আমার সহোদর ভাই মাহমুদ ও হাবিবের ঘরে রাখি। কিন্তু তারা আমার উন্নতি সইতে না পেরে আমার ক্ষতির উদ্দেশ্যে তিলেতিলে ঘড়ে তোলা স্বপ্নের মেশিনটি তৈরির যন্ত্রাংশগুলো আমাকে ফিরিয়ে দিতে ছলচাতুরী ও প্রতারনা করতে থাকে। এনিয়ে এলাকায় একাদিক দেনদরবার হলেও তারা কোন কর্নপাত না করে উল্টো প্রভাবশালী মহল দিয়ে হুমকিধামকিসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতে থাকে। এমনকি তারা আমাকে পাগল সাব্যস্ত করতে মরিয়া হয়ে উঠেছে।
এঅবস্থায় সমাজের বিত্তবান ও প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করি।
মাহমুদ বলেন, আমি ঢাকায় রয়েছি বাড়িতে আসলে এবিষয়ে কথা হবে।