September 10, 2024, 2:04 pm

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর সাদরিল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের ছেলে। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সাদরিল হেফাজতের মামলার অন্যতম আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার কার্য্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে জেলা সিআইডি পুলিশ। এ মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছেন বলে জানান ওসি। তিনি বলেন, নাশকতার মামলায় সাদরিল ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত কোন আদেশ দেননি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর সাদরিল নাশকতার মামলার এজহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে হেফাজতসহ একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা