September 11, 2024, 11:16 pm

কেশবপুরে চোরাই ইজিবাইকসহ ৩ যুবক গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে চোরাই ইজিবাইকসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সামনে কনক এন্টারপ্রাইজ থেকে ওই চোরদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পার্শবর্তী সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা থেকে রেজিঃ নম্বর ৪৯৭ নাম্বারের ইজিবাইকটি ৩ যুবক চুরি করে নিয়ে এসে কেশবপুর পৌরশহরের কনক এন্টারপ্রাইজের মালিক এখলাছুর রহমান কনকের কাছে অল্প দামে ইজিবাইকটি বিক্রি করতে চাইলে সন্দেহজনক হওয়ায় গোপনে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষনিক ভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের নির্দেশনায় থানার উপ-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইজিবাইক চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবির হাসান শুভ (২০), আকবার আলী সরদারের ছেলে আলাউদ্দীন সরদার (১৯) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন ফারহান (১৯) ।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, চোরাই ইজিবাইকসহ ৩ যুবককে গ্রেফতার করা হয়। দেবহাটা থানায় ইজিবাইক চুরির মামলা হওয়ায় শনিবার রাতেই দেবহাটা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট জিডিমুলে ইজিবাইকসহ ৩ চোরকে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা