মতলব উত্তর প্রতিনিধি:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ০৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রাইমারি স্কুল বন্ধু, শ্রেষ্ঠ বন্ধুত্বের বন্ধন শৈশবের বন্ধুদের মিলনমেলা ও নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার উপজেলার একলাশপুর বকুলতলার মেঘনা নদীর পাড়ে স্কুল বন্ধুদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মিলন মেলা।
এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন, শামীম খান, মুছা বেপারী, মমিনুল ইসলাম, মামুন মাষ্টার, নাছির মোল্লা, লোকমান সরকার, মিরাজ, সাগর, সোহাগ, নুরনবী, সিপন সহ প্রাইমারি স্কুলের বন্ধুরা। প্রবাসী বন্ধুদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন রাজিব সরকার (কলাকান্দা), আরিফ লস্কর, মহন বেপারী।
সুন্দর এই মিলন মেলায় আসতে পেরে বেশ আনন্দ প্রকাশ করেছেন তারা। অনুষ্ঠানে খাওয়া দাওয়া, কবিতা আবৃত্ত, গান পরিবেশন, লটারি, খেলাধুলা সহ নানার আয়োজন ছিল।