মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট মূলে ১৪ জন এবং সিআর ওয়ারেন্ট ৫ জন এবং নিয়মিত মামলায় ১ জন মোট ২০ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল এর সার্বিক দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক জামাল উল্লাহ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী নেদামদী গ্রামের আজিজ খানের ছেলে মেসার্স জাফর এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. জাফর খাঁন। সহকারী উপ-পরিদর্শক সোহাগ সিআর পরোয়ানা মূলে নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাকিল মোল্লা। উপ-পরিদর্শক আল আমিন সিআর পরোয়ানা মূলে নয়াকান্দি গ্রামের মৃত. হানিফ মোল্লার ছেলে রফিকুল ইসলাম। উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল সিআর পরোয়ানা নয়াকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজিব মোল্লা ও রফিকুল ইসলামের স্ত্রী শিউলি বেগম। উপ-পরিদর্শক আব্দুল আউয়াল জিআর পরোয়ানা মূলে ৩ জনকে গ্রেপ্তার করে। এরা হলো আদুরভিটি গ্রামের ওমর আলী মিজির ছেলে মো. সুজন ওরফে বেজি, ব্রাহ্মণচক গ্রামের মো. আবু হানিফ প্রধান, মো. আবুল কালাম প্রধানের ছেলে মো. আবুল বাশার ওরফে কচি প্রধান। সহকারী উপ-পরিদর্শক সেলিম মিয়া জিআর পরোয়ানা মূলে রুহিতারপাড় গ্রামের রহমত উল্লাহ। উপ-পরিদর্শক প্রকাশ প্রণয় দে জিআর পরোয়ানা মূলে কুমারদোন গ্রামের মৃত. আবদুল আউয়াল মোল্লার ছেলে শ্বিরতাজ বেগম। সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক জিআর পরোয়ানা মূলে কুমারদোন গ্রামের জাকির হোসেন। সহকারী উপ-পরিদর্শক আব্দুল মোমিন জিআর পরোয়ানা মূলে ব্রাহ্মণচক গ্রামের মো. আবু সাইদ প্রধান। উপ-পরিদর্শক মোবারক আলী পূর্বের নিয়মিত মামলায় উত্তর টরকী গ্রামের লতিফ মেম্বারের বাড়ীর ওমর ফারুক ওরফে জাহিদ। সহকারী উপ-পরিদর্শক সোহাগ জিআর পরোয়ানা মূলে ১জনকে আসামী গ্রেপ্তার করেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।