মো. মুক্তার হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ১৯ তরুণী৷
বৃহস্পতিবার (২১ অক্টোবর ) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের কে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ভারত থেকে ফেরত আসা তরুণীরা হলেন, গোপালগঞ্জ জেলার পিংকি দীপক বর্মন (২০), খুলনা জেলার আমেনা আক্তার আঁখি (১৯), পারুইনা আজমল গাজী (১৬), ফরিদপুর জেলার নিপা আক্তার (২২), মিনারা খানম মীম (২৭), যশোর জেলার আসমা (১৪), মাবিয়া তৈয়ব শেখ (২১), অনিকা খাতুন (১৪), রিকতা সরকার (১৬), গাজীপুর জেলার আসমা বেগম (১৭), কক্সবাজার জেলার সীমা শেখ (১৬), নারায়ণগঞ্জ জেলার জেসমিন আক্তার (২৭), ঢাকা জেলার তানিয়া খাতুন (১৬), নড়াইল জেলার নাসরিন খানম (২৮), নরসিংদী জেলার রুকু আক্তার (২৪), নড়াইল জেলার পিয়া খানম (২১), নাসিমা বেগম (২৭), আনোয়ারা খাতুন (২৮) ও শেরপুর জেলার মালেকা খাতুন(২১)।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত জানান, ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে নিজেদের শেল্টার হোমে রাখে । পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ১২ জন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার, এক জনকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি ও ৬ জনকে রাইটস যশোর নামে এনজিও গ্রহন করেছে।