September 11, 2024, 8:27 pm

মতলবে সরকারী রাস্তা কেটে ড্রেজারে মাটি ভরাটের পানি সরাচ্ছেন এক প্রভাবশালী

মতলব প্রতিনিধিঃ মতলবের দৌলতপুরে সরকারী রাস্তা কেটে ড্রেজার দিয়ে মাটি ভরাটের পানি সরাচ্ছেন করছেন এক প্রভাবশালী।
সরজমিনে জানাযায় মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খান বাড়ীর মোঃ আবুল খায়ের নামে এক ব্যাক্তি প্রসাশনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে
সরকারী রাস্তা কেটে অবৈধ কাটিং ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে। আর সেখানকার পানি সরানোর জন্য সরকারি রাস্তা কেটেছে বলে জানান তিনি।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান আবুল খায়ের এলাকার একজন প্রভাবশালী তারই ছত্রছায়ায় এ এলাকায় অনেক দিন যাবত ড্রেজারটি চলছে।
রাস্তা কাটার বিষয়ে আবুল খায়ের বলেন আমি একজন মুক্তিযুদ্ধা আমি রাস্তা কেটেছি আমিই রাস্তা ঠিক করে দেব এতে কার কি আসে যায় ।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন আমি একাধিক বার ড্রেজার দিয়ে মাটি কাটাতে নিষেধ করেছি তাছাড়া কেউ যদি সরকারী রাস্তা কেটে থাকে তাহলে তার বিরোদ্ধে ব্যাবস্হা নেওয়া হবে ।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবির বলেন আমি মিটিংএ আছি আপনি স্যারের সাথে কথা বলেন ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা