September 11, 2024, 8:50 pm

শার্শা সীমান্ত থেকে পিস্তল সহ দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার।

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ অক্টোবর ভোরে সীমান্তের একটি মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দবির উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে কালিয়ানি গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ খুলে তার মধ্যে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র গুলি ম্যাগজিন ও ফেন্সিডিল শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা