মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর মাদ্রাসার সামনে থেকে ৪৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
রবিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বুজতলা গ্রামের রমজান এর ছেলে মোঃ মাহাবুব রানা (২০) ও দিঘীরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুম রানা (২৬)।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ নাজিউর রহমান বলেন, গোপন সংবাদে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।