শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার সভাপতিত্ব করেন।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনা নগরীর দুইটি বেসরকারি হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১ জন করোনা রোগী ভর্তি আছেন। দৈনিক করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে থাকছে। এ পর্যন্ত খুলনা জেলায় ১১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের জন্য আনলাইনে নিবন্ধন করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে খুলনায় ১৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা ও উপজেলা সমূহে অনুমোদন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অতিশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মা ইলিশ সংরক্ষণে বিগত ৪ অক্টোবর থেকে আজ পর্যন্ত জেলায় ২৫টি মোবাইলকোর্ট এবং দুইশত ছয়টি অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন জানান, খুলনার সকল উপজেলার টিউবওয়েলের পানিতে আর্সেনিক স্ক্রিনিং চলছে। এর আওতায় প্রতি উপজেলার দুই হাজার পাঁচশত টিউবওয়েলের পানি পরীক্ষা করে আর্সেনিকের মাত্রা নির্ণয় করা হবে।
প্রত্নতত্ত্ব দপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে প্রত্নতত্ত্ব দপ্তরের অধীনস্থ খুলনা বিভাগীয় জাদুঘর এবং দক্ষিণডিহি রবীন্দ্রনাথের শশুরবাড়ি আগামী ১৮ অক্টোবর বেলা দেড়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেন, মাদকের ক্ষতি সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করতে স্কুল-কলেজে পচার-প্রচারণা চালাতে হবে। জেলার নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসমূহ সঠিক মানে নির্মাণ করা হচ্ছে কিনা, তা তদারকি করতে সকল উপজেলা নির্বাহী অফিসারদের নিদের্শনা প্রদান করেন।
তিনি আরো বলেন, সব বাজারের দোকানগুলোতে নিত্যপণ্যের মূল্যতালিকা টাঙানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী পণ্য ক্রয়ে ক্রেতা প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে ব্যবসায়ী বা সেবা সরবরাহকারী দোষী সাব্যস্ত হলে তার থেকে জরিমানার আদায় করা ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। জনস্বার্থে এটি প্রচারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দরা।
সভাশেষে একই স্থানে জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা এবং জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।