September 7, 2024, 12:17 pm

শার্শায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রন্তুতি” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা