মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্মীদের সাথে শারদীয় শুভেচ্ছ এবং কুশল বিনিময় করেন।
পুজা মন্ডপ পরিদর্শনে সফর সঙ্গী হিবেবে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) সেন্টু কুমার বড়ুয়া, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল ঘোষ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া উপস্থিত