ঃ সিদ্ধিরগঞ্জে চুরির মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চোর নুর-নবী গুলিবিদ্ধ। গত সোমবার রাত ৮’টার দিকে আটি ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় পূর্বে ছয়জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ধরাছোঁয়ার বাইরে রয়েছে নাটের গুরু জুয়েল। আহত চোর নূর-নবীকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জানা গেছে, চোরাই মালামাল ভাগাভাগি নিয়ে চোর সাহেব আলির সঙ্গে চোর নুর-নবীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর-নবী সাহেব আলীকে দা দিয়ে আঘাত করে। তখন সাহেব আলী নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে নুর-নবীকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক ফারুক জানায়, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি সাহেব আলি নূর-নবীকে গুলি করেছে।
তিনি বলেন, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলস থেকে একটি চক্র দীর্ঘ দিন ধরে বিভিন্ন মালামাল চুরি করছে। গত ১৩’সেপ্টেম্বর রাতে ওই মিলের মালামাল চুরি করে পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি নুর নবী ও সাহেব আলি।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, মনোয়ারা জুট মিলের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় পুলিশের উপর হামাল বোমা নিক্ষেপের মূলহোতা জুয়েল জেলা থেকে জামিনে বের হয়ে ফের চুরি শুরু করেছে। নিজের অপকর্ম আড়াল করার জন্য জুয়েল এই ঘটনা ঘটিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা করার জন্য আহত নূর-নবীর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। আসলে মামলা নেওয়া হবে।#####