গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বরাদ্দ পেয়েছে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেন বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.এ.এম আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী।
রবিবার (১০ অক্টোবর) সভাপতি হিসেবে তিনি বিরাট দ্বিমুখী উচ্চ
বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের নির্দেশনা সংক্রান্ত চিঠি পান। এর আগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
তিনি জানান, এমন সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র প্রতি চির কৃতজ্ঞ এই পিছিয়ে পড়া বরেন্দ্র অঞ্চলের জনগণ। একই সাথে আমাদের উত্তরাঞ্চলের উন্নয়নের রূপকার শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ ও তৃণমূল জনতার আস্থার প্রতীক মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী মহোদয়কে মোবারকবাদ জানান।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ফেরুসা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, কামদিয়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, চক মানিকপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সরদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, পান্থাপাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, লোনতলা উচ্চ বিদ্যালয়, চাঁদপাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, শহরগছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সরদারহাট দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, বিরাট দ্বিমুখি উচ্চ বিদ্যালয়, খলসী দাখিল মাদ্রাসা, পানিতলা হাট উচ্চ বিদ্যালয়, ঘুগা আব্দুল জলিল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, আফরোজা আনার দাখিল মাদ্রাসা, পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা।