September 11, 2024, 11:45 pm

কেশবপুরে ভোক্তা অধিকার দিবস ২০২১-উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয প্রধান (খুলনা) ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১-উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা র্নিবাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা র্নিবাহী অফিসার এমএম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। ভোক্তার অধিকার সম্পর্কে সবাইকে জানতে হবে। পণ্যের সঠিক দাম, পরিমাপ ও মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রী এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিস্কারভাবে উল্লেখ করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের গুণগত মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে। পলিথিন-প্লাস্টিক দ্রব্য ব্যবহার করার পর বাসাবাড়ি, কর্মপ্রতিষ্ঠান, দোকানপাট, রাস্তাঘাট, ডোবা-নালায় যত্রতত্র ফেলার কারণে পরিবেশ যেমন দূষিত ও বিষাক্ত হচ্ছে, একইসঙ্গে পানি নিষ্কাশনেও জটিলতা দেখা দিয়েছে। কৃষক মৎস্য ও ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত লাভ থেকে ব্যাহত হচ্ছে। যেহেতু প্লাস্টিক-পলিথিন স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর, তাই একটু সমস্যা হলেও তা মেনে নিয়েই পলিথিন-প্লাস্টিক দ্রব্য ব্যবহার কমিয়ে আনতে হবে। জীবন ধারণের যেসব ক্ষেত্রে প্লাস্টিকজাত পণ্যের বিকল্প ব্যবহারের সুযোগ আছে, সেসব ক্ষেত্রে সেটি আমাদের সবাইকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আহসানুল মিজান রুমী, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত আলী, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা