October 4, 2024, 2:25 pm

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন

ঃ সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন। সিদ্ধিরগঞ্জে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী মোঃ ছৈয়দ আলী সবুজের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। লেখা-পড়া না জানলেও নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। মাত্র ৩’বছরে নাসিক ২নং ওয়ার্ডে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে। নামে-বেনামে রয়েছে বিপুল অর্থ-সম্পদ।
জানা যায়, বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার বাসিন্দা কৃষক মজিবুল হক দেওয়ানের ছেলে মোঃ ছৈয়দ আলী সবুজ। দূ-সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালে দৈনিক হাজীরায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করে। পরে এ চাকুরিটি স্থায়ী হয়। ৮/১০’বছর অতিকষ্টে দিন যাপন করতে থাকে। গত ৩’বছর পূবে হঠাৎ করে বদলে যায় মোঃ ছৈয়দ আলী। এ ৩’বছরে বনে যায় বিপুল অর্থ-সম্পদের মালিক। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় ৫’টি বাড়ি, ৬’টি ফ্লাটসহ ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ও স্ত্রীর গায়ে রয়েছে শত ভরী স্বর্ণালংকার। বিলাসবহুল জীবনযাপন মাসে প্রায় ২’থেকে আড়াই লাখ টাকা খরচ। মোঃ ছৈয়দ আলী এলাকায় নিজেকে দানবীর সাজতে ২’মসজিদে ৪’লাখ টাকা দান করেন। সে এলাকায় নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। সবুজ এলাকাবাসীকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। তার হাতে রয়েছে একটি কিশোর গ্যাং। আর এ গ্যাংয়ের দায়িত্ব পালন করেন তার বিশ্বস্ত সঙ্গী মৃত আঃ মান্নানের ছেলে আঃ আলিম। আঃ আলিম এলাকায় অনুমোদনহীন সুদের ব্যবসা চালাচ্ছে দেদারসে। মোঃ ছৈয়দ আলী সবুজ ও আলিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে মোঃ ছৈয়দ আলী সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে সাক্ষাতে কথা বলব। ####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা