September 8, 2024, 12:54 pm

মানবপাচার প্রতিরোধে আইনপ্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সাথে আলোচনা সভা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে মানবপাচার প্রতিরোধে আইনপ্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ঢাকা আহসানিয়া মিশন ও রাইটস যশোর এর আয়োজনে ৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে কেশবপুর থানার কনফারেন্স রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান।
ঢাকা আহসানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, রাইটস যশোরের আশ্বাস প্রকল্প সমন্বয়কারী বাদশা মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, থানার উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সম্পাদক উৎপল দে, ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক মশিয়ার রহমান, আবদুল্লা আল ফুয়াদ, শাহিনুর রহমান, আব্দূল মোমিন, মেহেদী হাসান জাহিদ, কামরুজ্জামান রাজুসহ কেশবপুর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা