September 14, 2024, 10:33 am

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকা হতে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ০১ এক মাদক ব্যাবসায়ীকর গ্রেফতার করেছে র‌্যাব-১১।

০৬ অক্টোবর বুধবার সকাল ০৬:৪০ ঘটিকায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার সড়ক ও জনপদ অফিসের গেইটের সামনে থেকে ঢাকাগামী মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দিপু মিয়া (২১)’কে গ্রেফতার করে। র‌্যাব-১১,আদমজীনগর,অবস্থিত মিডিয়া অফিসার মাহমুদুল হাসান লেঃ কমান্ডারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানাযায় মাদক ব্যবসায়ী দেলু ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে সুকৌশলে অবস্থান করছিল। র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অনুসন্ধানে আরো জানা যায়, আটকৃত দেলু মাদক ব্যবসার সাথে জড়িত সে বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা