September 13, 2024, 2:10 pm

সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে ০৯ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ র‌্যাব-১১ চাঁদাবাজ বিরুদ্ধি অভিযান পরিচালনা করে ০৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০:১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকা হতে ৯ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে ১। মোঃ জুয়েল @ মনির (৩০) ২। মোঃ শাহীন (২৩), ৩। মোঃ শাহরুফ দেওয়ান (২৪), ৪। মোঃ শরিফ (২০), ৫। মোঃ শহিদ (৩০), ৬। দেলোয়ার @ দেলু (৩৮), ৭। মোঃ রমজানুল জামিল (৩৬), ৮। নাজিম উদ্দিন (৩৮) এবং ৯। মোঃ সুমন (৩১) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৬,১৩০/- টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান।
সিদ্ধিরগঞ্জের মুক্তি নগর এলাকায় আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকায় ঢাকা চট্টগ্রামগামী মহাসড়ক এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ি চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ২৫০/-টাকা থেকে ৩০০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা