ঃ সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র ফতুল্লায় অভিযানে এক চাঁদাবাজ গ্রেফতার। সোমবার বিকেলে ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র্যাব বাদী হয়ে ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে চাঁদা আদায় কালে মোঃ আজিজুল হক (৩১) কে গ্রেফতার করা হয়। পরে তার কাছ চাঁদাবাজির নগদ ১’লাখ ৭১’হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব বাদী হয়ে ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে।
র্যাব আরো জানায়, আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫’শ টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট অর্থ আদায়। অর্থ প্রদান না করলে জিম্মীসহ বিভিন্ন অপকর্ম দীর্ঘদিন যাবৎ করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।####