September 13, 2024, 4:19 pm

র‌্যাব-১১’র অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী হাসান@মঞ্জু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১’র নরসিংদী এলাকায় অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী হাসান@মঞ্জু গ্রেফতার। গত শনিবার দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার র‌্যাব ধৃত ডাকাত হাসান@মঞ্জুকে শিবপুর থানায় হস্থান্তর করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল নরসিংদী জেলার শিবপুর থানাধীন সৈয়দের খোলা এলাকা অভিযান চালায়। উক্ত অভিযানে -সৈয়দের খোলা মৃত আব্দুল জলিলের ছেলে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী মাহামুদুল হাসান@মঞ্জু(৫৩)কে গ্রেফতার করে। গতকাল রোববার র‌্যাব ধৃত ডাকাত হাসান@মঞ্জুকে শিবপুর থানায় হস্থান্তর করে।
র‌্যাব আরো জানায়, অভিযুক্ত দীর্ঘ ২৮’বছর আগে একজন কুখ্যাত ডাকাত ছিল। তৎকালীন সময়ে তার পরিবারের অন্যান্য সদস্যগনেরও ডাকাতির সাথে জড়িত থাকার কথা প্রাথমিক ভাবে জানা যায়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানায় একটি ডাকাতির অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত ডাকাতি মামলা রুজু হয়েছিল এবং ১৯৯২ সালে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানা জারির পর সে বিদেশে চলে যায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে বেড়ায় এবং দীর্ঘ ২৮ বছর বিদেশে আত্মগোপনে থাকেন। ২০০৩ সালে সে দেশে এসেছিল এবং প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের কারনে দ্বিতীয় বিয়ে করে আবার বিদেশে পালিয়ে যায়। এছাড়াও আসামীর প্রদত্ত তথ্য অনুযায়ী বিভিন্ন সময় সে দেশে এসেছিল বলে জানা যায়। ইতিমধ্যে তাকে বিচারিক আদালতে পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। যেহেতু এটি ২৮ বছরের পুরাতন পরোয়ানা ছিল এবং সে পলাতক ছিল, সে কারনে তাকে গ্রেফতার করার সম্ভাবনা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ ফিরে আসার তথ্য পাওয়ার পর, র‌্যাব-১১, নরসিংদী দীর্ঘদিনের অপেক্ষমান সাজা ওয়ারেন্ট সংগ্রহ করে তাকে খুঁজতে শুরু করে। জানা যায় আনুমানিক ৬’মাস পূর্বে সে দেশে ফিরেছে। দীর্ঘদিন খোজাখুজির পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এক আত্মীয়ের বাড়িতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি অভিযান দল অভিযান পরিচালনা করে।######

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা