শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।
রবিবার দুপুরে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীতে আগমনের সাথে সাথেই প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন ও ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
এরপর প্রতিমন্ত্রী মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর, মধুমঞ্চ ও কপোতাক্ষ নদ পাড় ঘুরে-ঘুরে দেখেন। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ ও কবির ব্যবহৃত আসবাপত্র দেখে খুশি প্রকাশ করেছেন তিনি।
পরবর্তীতে তিনি সাগরদাঁড়ি পর্যটন কমপ্লেক্স এর সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) এ.এইচ.এম জামেরী হাসান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আঃ জলিল, সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোছাব্বির হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল আশেক সুজা মামুন, কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি রাবেয়া ইকবাল, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, ধর্মীয় বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল করিম, সাংবাদিক সিরাজুল ইসলাম, মুফতি তাহেরুজ্জামান তাছু, মেহেদী হাসান, নুরুজ্জামান প্রমূখ।